Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

২নং মোহনপুর ইউনিয়নের মাসিক সভার কার্যবিবরণী

অধিবেশন নং- ৬/২০১৪                                                                                সভার স্থান: ইউপি কার্যালয়।

সভার তারিখ: ২৭/০৬/২০১৪ইং                                                                        সময়: সকাল ১০.০০ টা

সভাপতির নাম: মোঃ খাইরুল ইসলাম, চেয়ারম্যান, ২নং মোহনপুর ইউপি, গোদাগাড়ী,রাজশাহী ।

উপস্থিত সভ্যগণের নাম ও হাজিরা স্বাক্ষর:

ক্রমিক নং

নাম

পদবী

স্বাক্ষর

মন্তব্য

মোঃ খাইরুল ইসলাম

চেয়ারম্যান

স্বাক্ষরীত

 

মোসাঃ মমতাজ বেগম

ইউপি সদস্যা

স্বাক্ষরীত

 

মোসাঃ সাবিনা ইয়াসমিন

ইউপি সদস্যা

স্বাক্ষরীত

 

মোসাঃ ফেরদৌসী খাতুন

ইউপি সদস্যা

স্বাক্ষরীত

 

মোঃ লিয়াকত আলী

ইউপি সদস্য

স্বাক্ষরীত

 

মোঃ নুরুল ইসলাম

ইউপি সদস্য

স্বাক্ষরীত

 

মোঃ সাত্তার আলী

ইউপি সদস্য

স্বাক্ষরীত

 

মোঃ সারওয়ার জাহান

ইউপি সদস্য

স্বাক্ষরীত

 

মোঃ জিন্নাত আলী

ইউপি সদস্য

স্বাক্ষরীত

 

১০

মোঃ গোলাম নবী

ইউপি সদস্য

স্বাক্ষরীত

 

১১

মোঃ হোসেন আলী

ইউপি সদস্য

স্বাক্ষরীত

 

১২

মোঃ দাউদ আলী

ইউপি সদস্য

স্বাক্ষরীত

 

১৩

মোঃ তরিকুল ইসলাম

ইউপি সদস্য

স্বাক্ষরীত

 

১৪

মো: আব্দুল রহমান

ইউপি সচিব

স্বাক্ষরীত

 

 

    অদ্যকার সভায় জনাব মোঃ খাইরুল ইসলাম সাহেবের সভাপত্বিত্তে সভার কাজ আরাম্ভ করা হইল।

 

আলোচ্য বিষয়ঃ  ১। পূর্ব সভার বিষয়বস্তু পঠন ও অনুমোদন ।

       ২।উন্নয়ন প্রকল্প সমূহের কার্যক্রম সংক্রান্ত আলোচনা।

       ৩। স্বাস্থ্য স্যানিটেশন সংক্রান্ত আলোচনা।

       ৪। শিক্ষা উন্নয়ন।

       ৫। আইন শৃংক্ষলা।

       ৬। নারী ও শিশু পাচার প্রতিরোধ ও নির্যাতন প্রতিরোধ।

       ৭। জন্ম ও মৃত্যু নিবন্ধন ।

       ৮। বিবিধ।      

ক্রমিক নং

আলোচ্য বিষয়

বিস্তারিত আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়ন কারী

পূর্ব সভার বিষয়বস্তু পঠন ও অনুমোদন

অদ্যকার সভায় অত্র ইউপি সচিব পূর্ব সভার বিষয়বস্তু সকলকে পাঠ করে শুনান এবং সভাপতি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

কারো কোন আপত্তি না থাকায় সর্বোসম্মতি ক্রমে অনুমোদন করা হল এবংসভার কার্যবিবরণী উদ্ধোত্তন অফিসে প্রেরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হল।

চেয়ারম্যান

উন্নয়ন প্রকল্প সমূহের কার্যক্রম সংক্রান্ত আলোচনা।

অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে জানান যে, ২০১৩-১৪ইং অর্থ বছরে কাবিখা কর্মসূচীর আওতায় অত্র ইউনিয়নে(ক)কাবিখা:সাধারণ বরাদ্দে ৪টি প্রকল্পে মোট-৩৬ মে:টন চাউল পাওয়া গিয়াছে এবং প্রকল্পের কাজ ১০০% সু-সম্পূর্ন হয়েছে এবং বিষেশ বরাদ্দে ৪টি প্রকল্পে মোট-৪৯ মে:টন কাবিখা গম পাওয়া গিয়াছে । প্রকল্পের কাজ ১০০% সু-সম্পূর্ন হয়েছে এবং মাষ্টাররোল দাখিল পূর্বোক চূড়ান্ত বিল উত্তোলন করা হয়েছে। কাবিটা সাধারণ মোট =৮,০০,০০০/- বরাদ্দ পাওয়া গিয়াছে এবং উক্ত টাকা দ্বারা ৪টি প্রকল্প বাস্তবায়ন কাজ সু-সম্পন্ন হয়েছে এবং কাবিটা বিশেষ মোট=৫,৭০০০/- টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে এবং উক্ত অর্থ দ্বারা ৩টি প্রকল্প বাস্তবায়ন কাজ সু-সম্পন্ন করা হয়েছে ।(খ) টিআর: ২০১৩-১৪ অর্থ বছরে টিআর সাধারণ কর্মসূচীর আওতায় মোট ২৬ মে:টন চাউল ও ২৬ মে: টন গমের বরাদ্দ পাওয়া গিয়াছে। সে সব প্রকল্পের কাজ সূষ্ঠভাবে সু-সম্পন্ন হয়েছে। (গ) এডিপি: এডিপি প্রথম কিস্তির অর্থ দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ সরবরাহ, খেলা ধুলার সামগ্রী ক্রয় ও বিতরণ এবং রাস্তায় পানি পারাপারের জন্য আরসিসি রিং পাইপ ক্রয় ও স্থাপন করা হয়েছে ২য়,৩য় ও ৪র্থ কিস্তির অর্থ অর্থ দ্বারা দিগরাম, কাজিপাড়া ও সিধনা গ্রামে তিনটি রাস্তায় হিয়ারিং কাজ সু-সম্পন্ন করা হয়েছে। (ঘ) এলজিএসপি: ২০১৩-১৪ অর্থ বছরে অত্র ইউনিয়নে ১ম কিস্তিতে মোট ৯,৫২,৫৬৬/= এবং এলজিএসপি পিবিজিতে ২,১১,০৫৬/- টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে এবং ২য় কিস্তিতে ১১,৪৫,০৪৭/- বরাদ্দ পাওয়া গিয়াছে।  উক্ত অর্থ দ্বারা অত্র ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট-১২টি নলকূপ স্থাপন, ২৭টি সেলাই মেশিন ক্রয়, ৪টি রাস্তা হিয়ারিং, ১টি রিটারনিং ওয়াল নির্মান ও একটি ড্রেন নির্মান, মাটি ভরাট, ৩টি কালভার্ট নির্মান, ২টি পুকুরে ঘাট বাধাই ও ২,৩,৫ নং ওয়ার্ডে আরসিসি রিং পাইপ সরবরাহ প্রকল্পের কাজ সু-সম্পন্ন হয়েছে এবং প্রকল্প সভাপতি গণ চুড়ান্ত বিলের জন্য আবেদন করেছেন। (ঙ) অতি দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচী ১ম পর্যয়ে ২৯২টি ও ২য় পর্যায়ে ২৯৩টি কার্ডের বরাদ্দ পাওয়া গিয়াছে। উক্ত বরাদ্দ কৃত শ্রমিক দ্বারা অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা সংস্কার ও গোরস্থানের মাঠ ভরাট করা হযেছে এবং নন-ওয়েজ অর্থ দ্বারা সাহাপানিয়া গ্রামে ১টি রিং কালভার্ট নির্মান করা হয়েছে এবং মাধাইপুর গ্রামে ২টি পুকুরে রিটারনিং ওয়াল নির্মান করা হয়েছে। (চ) মোট নিজস্ব আয় ৩,৬৫,৯০২/- এবং যাহার প্রকৃত ব্যায় ও উদ্বৃত্ত পরবর্তী সভায় পেশ করা হবে।

(ক)প্রকল্পের বাকী কাজ সমূহ আগামী ৩০শে জুনের মধ্যে সু-সম্পন্ন করার জন্য জোর তাগিত দেওয়া সিদ্ধান্ত গৃহিত হইল। (খ) প্রকল্পের কাজ সুষ্ঠ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হইল । (গ) এডিপি প্রকল্পে অবশিষ্ঠ কাজ ৩০ শে জুনের মধ্যে সু-সম্পন্ন করার জন্য সভাপতির মাধ্যমে উদ্ধোত্তন অফিসে জোর তাগিদ দেওয়া সিদ্ধান্ত গৃহিত হল। (ঘ) এলজিএসপির কাজ সুষ্ঠ ভাবে সু-সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হইল এবং প্রকল্প সভাপতিকে চূড়ান্ত বিল প্রদানের সিদ্ধান্ত গৃহিত হল।

(ক)প্রকল্প সভাপতি ও চেয়ারম্যান

স্বাস্থ্য স্যানিটেশন সংক্রান্ত আলোচনা।

অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে জানান যে,স্বাস্থ্য স্যানিটেশন এর মান ভাল। স্বাস্থ্য স্যানিটেশন সর্ম্পকে মানুষকে আরও সচেতন করে তুলতে হবে

স্বাস্থ্য স্যানিটেশন সর্ম্পকে মানুষকে আরও সচেতন করে তুলার সিদ্ধান্ত গৃহিত হল।

সকল ইউপি সদস্য

শিক্ষা উন্নয়ন।

অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে জানান যে,অত্র ইউনিয়নে শিক্ষার মান সন্তোষ জনক। ঝরে পড়া শিশুর হার নেই। পাশের হার সন্তোষ জনক।

যাতে করে শিশু শিক্ষা থেকে ঝরে না পড়ে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। 

সকল ইউপি সদস্য

আইন শৃংক্ষলা।

অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে জানান যে,অত্র ইউনিয়নে আইন শৃংক্ষলা পরিস্থিতি ভালো ।

আইন শৃংক্ষলার পরিস্থিতি খারপ দেখলই থানাকে অবহিত করার সিদ্ধান্ত গৃহিত হল।

সকল ইউপি সদস্য

মানব পাচার প্রতিরোধ ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে জানান যে,অত্র ইউনিয়নে এই মাসে  কোন মানব পাচার হইনি এবং নারী নির্যাতন হইনি।

মবন পাচার বা নারী নির্যাতিতা হলে প্রয়োজনীয় ব্যাবস্থা গৃহিত হল।

সকল ইউপি সদস্য

জন্ম ও মৃত্যু নিবন্ধন

অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে জানান যে,জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমটি অনলাইনের আওতায় চলছে।

অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে মানুষকে আরোও বেমি অবহিত করার সিদ্ধান্ত গৃহিত হল।

সকল ইউপি সদস্য

 

    অদ্যকার সভায় বিবিধ আরকোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার কার্য সমাপ্ত করেণ।

 

 

মোঃ খাইরুল ইসলাম

চেয়ারম্যান

২নং মোহনপুর ইউনিয়ন পরিষদ

গোদাগাড়ী, রাজশাহী।