২নং মোহনপুর ইউনিয়নের মাসিক সভার কার্যবিবরণী
অধিবেশন নং- ৬/২০১৪ সভার স্থান: ইউপি কার্যালয়।
সভার তারিখ: ২৭/০৬/২০১৪ইং সময়: সকাল ১০.০০ টা
সভাপতির নাম: মোঃ খাইরুল ইসলাম, চেয়ারম্যান, ২নং মোহনপুর ইউপি, গোদাগাড়ী,রাজশাহী ।
উপস্থিত সভ্যগণের নাম ও হাজিরা স্বাক্ষর:
ক্রমিক নং | নাম | পদবী | স্বাক্ষর | মন্তব্য |
১ | মোঃ খাইরুল ইসলাম | চেয়ারম্যান | স্বাক্ষরীত |
|
২ | মোসাঃ মমতাজ বেগম | ইউপি সদস্যা | স্বাক্ষরীত |
|
৩ | মোসাঃ সাবিনা ইয়াসমিন | ইউপি সদস্যা | স্বাক্ষরীত |
|
৪ | মোসাঃ ফেরদৌসী খাতুন | ইউপি সদস্যা | স্বাক্ষরীত |
|
৫ | মোঃ লিয়াকত আলী | ইউপি সদস্য | স্বাক্ষরীত |
|
৬ | মোঃ নুরুল ইসলাম | ইউপি সদস্য | স্বাক্ষরীত |
|
৭ | মোঃ সাত্তার আলী | ইউপি সদস্য | স্বাক্ষরীত |
|
৮ | মোঃ সারওয়ার জাহান | ইউপি সদস্য | স্বাক্ষরীত |
|
৯ | মোঃ জিন্নাত আলী | ইউপি সদস্য | স্বাক্ষরীত |
|
১০ | মোঃ গোলাম নবী | ইউপি সদস্য | স্বাক্ষরীত |
|
১১ | মোঃ হোসেন আলী | ইউপি সদস্য | স্বাক্ষরীত |
|
১২ | মোঃ দাউদ আলী | ইউপি সদস্য | স্বাক্ষরীত |
|
১৩ | মোঃ তরিকুল ইসলাম | ইউপি সদস্য | স্বাক্ষরীত |
|
১৪ | মো: আব্দুল রহমান | ইউপি সচিব | স্বাক্ষরীত |
|
অদ্যকার সভায় জনাব মোঃ খাইরুল ইসলাম সাহেবের সভাপত্বিত্তে সভার কাজ আরাম্ভ করা হইল।
আলোচ্য বিষয়ঃ ১। পূর্ব সভার বিষয়বস্তু পঠন ও অনুমোদন ।
২।উন্নয়ন প্রকল্প সমূহের কার্যক্রম সংক্রান্ত আলোচনা।
৩। স্বাস্থ্য স্যানিটেশন সংক্রান্ত আলোচনা।
৪। শিক্ষা উন্নয়ন।
৫। আইন শৃংক্ষলা।
৬। নারী ও শিশু পাচার প্রতিরোধ ও নির্যাতন প্রতিরোধ।
৭। জন্ম ও মৃত্যু নিবন্ধন ।
৮। বিবিধ।
ক্রমিক নং | আলোচ্য বিষয় | বিস্তারিত আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন কারী |
১ | পূর্ব সভার বিষয়বস্তু পঠন ও অনুমোদন | অদ্যকার সভায় অত্র ইউপি সচিব পূর্ব সভার বিষয়বস্তু সকলকে পাঠ করে শুনান এবং সভাপতি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। | কারো কোন আপত্তি না থাকায় সর্বোসম্মতি ক্রমে অনুমোদন করা হল এবংসভার কার্যবিবরণী উদ্ধোত্তন অফিসে প্রেরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হল। | চেয়ারম্যান |
২ | উন্নয়ন প্রকল্প সমূহের কার্যক্রম সংক্রান্ত আলোচনা। | অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে জানান যে, ২০১৩-১৪ইং অর্থ বছরে কাবিখা কর্মসূচীর আওতায় অত্র ইউনিয়নে(ক)কাবিখা:সাধারণ বরাদ্দে ৪টি প্রকল্পে মোট-৩৬ মে:টন চাউল পাওয়া গিয়াছে এবং প্রকল্পের কাজ ১০০% সু-সম্পূর্ন হয়েছে এবং বিষেশ বরাদ্দে ৪টি প্রকল্পে মোট-৪৯ মে:টন কাবিখা গম পাওয়া গিয়াছে । প্রকল্পের কাজ ১০০% সু-সম্পূর্ন হয়েছে এবং মাষ্টাররোল দাখিল পূর্বোক চূড়ান্ত বিল উত্তোলন করা হয়েছে। কাবিটা সাধারণ মোট =৮,০০,০০০/- বরাদ্দ পাওয়া গিয়াছে এবং উক্ত টাকা দ্বারা ৪টি প্রকল্প বাস্তবায়ন কাজ সু-সম্পন্ন হয়েছে এবং কাবিটা বিশেষ মোট=৫,৭০০০/- টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে এবং উক্ত অর্থ দ্বারা ৩টি প্রকল্প বাস্তবায়ন কাজ সু-সম্পন্ন করা হয়েছে ।(খ) টিআর: ২০১৩-১৪ অর্থ বছরে টিআর সাধারণ কর্মসূচীর আওতায় মোট ২৬ মে:টন চাউল ও ২৬ মে: টন গমের বরাদ্দ পাওয়া গিয়াছে। সে সব প্রকল্পের কাজ সূষ্ঠভাবে সু-সম্পন্ন হয়েছে। (গ) এডিপি: এডিপি প্রথম কিস্তির অর্থ দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ সরবরাহ, খেলা ধুলার সামগ্রী ক্রয় ও বিতরণ এবং রাস্তায় পানি পারাপারের জন্য আরসিসি রিং পাইপ ক্রয় ও স্থাপন করা হয়েছে ২য়,৩য় ও ৪র্থ কিস্তির অর্থ অর্থ দ্বারা দিগরাম, কাজিপাড়া ও সিধনা গ্রামে তিনটি রাস্তায় হিয়ারিং কাজ সু-সম্পন্ন করা হয়েছে। (ঘ) এলজিএসপি: ২০১৩-১৪ অর্থ বছরে অত্র ইউনিয়নে ১ম কিস্তিতে মোট ৯,৫২,৫৬৬/= এবং এলজিএসপি পিবিজিতে ২,১১,০৫৬/- টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে এবং ২য় কিস্তিতে ১১,৪৫,০৪৭/- বরাদ্দ পাওয়া গিয়াছে। উক্ত অর্থ দ্বারা অত্র ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট-১২টি নলকূপ স্থাপন, ২৭টি সেলাই মেশিন ক্রয়, ৪টি রাস্তা হিয়ারিং, ১টি রিটারনিং ওয়াল নির্মান ও একটি ড্রেন নির্মান, মাটি ভরাট, ৩টি কালভার্ট নির্মান, ২টি পুকুরে ঘাট বাধাই ও ২,৩,৫ নং ওয়ার্ডে আরসিসি রিং পাইপ সরবরাহ প্রকল্পের কাজ সু-সম্পন্ন হয়েছে এবং প্রকল্প সভাপতি গণ চুড়ান্ত বিলের জন্য আবেদন করেছেন। (ঙ) অতি দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচী ১ম পর্যয়ে ২৯২টি ও ২য় পর্যায়ে ২৯৩টি কার্ডের বরাদ্দ পাওয়া গিয়াছে। উক্ত বরাদ্দ কৃত শ্রমিক দ্বারা অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা সংস্কার ও গোরস্থানের মাঠ ভরাট করা হযেছে এবং নন-ওয়েজ অর্থ দ্বারা সাহাপানিয়া গ্রামে ১টি রিং কালভার্ট নির্মান করা হয়েছে এবং মাধাইপুর গ্রামে ২টি পুকুরে রিটারনিং ওয়াল নির্মান করা হয়েছে। (চ) মোট নিজস্ব আয় ৩,৬৫,৯০২/- এবং যাহার প্রকৃত ব্যায় ও উদ্বৃত্ত পরবর্তী সভায় পেশ করা হবে। | (ক)প্রকল্পের বাকী কাজ সমূহ আগামী ৩০শে জুনের মধ্যে সু-সম্পন্ন করার জন্য জোর তাগিত দেওয়া সিদ্ধান্ত গৃহিত হইল। (খ) প্রকল্পের কাজ সুষ্ঠ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হইল । (গ) এডিপি প্রকল্পে অবশিষ্ঠ কাজ ৩০ শে জুনের মধ্যে সু-সম্পন্ন করার জন্য সভাপতির মাধ্যমে উদ্ধোত্তন অফিসে জোর তাগিদ দেওয়া সিদ্ধান্ত গৃহিত হল। (ঘ) এলজিএসপির কাজ সুষ্ঠ ভাবে সু-সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হইল এবং প্রকল্প সভাপতিকে চূড়ান্ত বিল প্রদানের সিদ্ধান্ত গৃহিত হল। | (ক)প্রকল্প সভাপতি ও চেয়ারম্যান |
৩ | স্বাস্থ্য স্যানিটেশন সংক্রান্ত আলোচনা। | অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে জানান যে,স্বাস্থ্য স্যানিটেশন এর মান ভাল। স্বাস্থ্য স্যানিটেশন সর্ম্পকে মানুষকে আরও সচেতন করে তুলতে হবে | স্বাস্থ্য স্যানিটেশন সর্ম্পকে মানুষকে আরও সচেতন করে তুলার সিদ্ধান্ত গৃহিত হল। | সকল ইউপি সদস্য |
৪ | শিক্ষা উন্নয়ন। | অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে জানান যে,অত্র ইউনিয়নে শিক্ষার মান সন্তোষ জনক। ঝরে পড়া শিশুর হার নেই। পাশের হার সন্তোষ জনক। | যাতে করে শিশু শিক্ষা থেকে ঝরে না পড়ে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। | সকল ইউপি সদস্য |
৫ | আইন শৃংক্ষলা। | অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে জানান যে,অত্র ইউনিয়নে আইন শৃংক্ষলা পরিস্থিতি ভালো । | আইন শৃংক্ষলার পরিস্থিতি খারপ দেখলই থানাকে অবহিত করার সিদ্ধান্ত গৃহিত হল। | সকল ইউপি সদস্য |
৬ | মানব পাচার প্রতিরোধ ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ | অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে জানান যে,অত্র ইউনিয়নে এই মাসে কোন মানব পাচার হইনি এবং নারী নির্যাতন হইনি। | মবন পাচার বা নারী নির্যাতিতা হলে প্রয়োজনীয় ব্যাবস্থা গৃহিত হল। | সকল ইউপি সদস্য |
৭ | জন্ম ও মৃত্যু নিবন্ধন | অদ্যকার সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে জানান যে,জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমটি অনলাইনের আওতায় চলছে। | অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে মানুষকে আরোও বেমি অবহিত করার সিদ্ধান্ত গৃহিত হল। | সকল ইউপি সদস্য |
অদ্যকার সভায় বিবিধ আরকোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার কার্য সমাপ্ত করেণ।
মোঃ খাইরুল ইসলাম
চেয়ারম্যান
২নং মোহনপুর ইউনিয়ন পরিষদ
গোদাগাড়ী, রাজশাহী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS