Location
বাবু ডাইং, মোহনপুর ইউনিয়ন পরিষদ, গোদাগাড়ী, রাজশাহী ।
Transportation
গোদাগাড়ী উপজেলা থেকে ১৩ কি. মি. উত্তরে বিশ্বনাথপুর পর্যন্ত বাস, অটরিক্সা ও নসিমন যোগে যাওয়া যায় (ভাড়া ২০-২৫ টাকা) এবং বিশ্বনাথপুর হইতে পশ্চিমে প্রায় ৮ কি.মি কাঁচা রাস্তা বর্ষা মৌসূমে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে।
Details
ছোট ছোট টিলা ও বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছে সমৃদ্ধ এই স্থানটি। যা দেখলে মন ভরে যায়। কিছু কিছু টিলায় বসবাস করে আদিবাসি জনগোষ্ঠি।